০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সৌদিতে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু

সৌদিতে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু - ছবি : সামা নিউজ

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন ‘রিয়াদ মেট্রো’ চালু করেছে সৌদি আরব। রোববার (৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে ট্রেনটি পুরোপুরি চালু হয়েছে বলে জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি)।

ট্রেনটি রাজধানী রিয়াদ ও তার আশপাশের অঞ্চলে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলটি এক নেটওয়ার্কের অধীনে আনার জন্য ছয় ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে একটি করে লাইন। লাইনগুলোরও আলাদা নাম দেয়া হয়েছে- ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন।

এসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো। পরে ১৫ ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়।

রয়েল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ৫ জানুয়ারি থেকে অরেঞ্জ লাইনসহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি।

সূত্র : গালফ নিউজ


আরো সংবাদ



premium cement