০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ বন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি

সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ বন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি - ছবি : পার্সটুডে

ইসরাইলের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় ৩৪ জন বন্দিকে মুক্তি দিতে নিজেদের সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির ‘প্রথম ধাপে’ ইসরাইলের পক্ষ থেকে দেয়া একটি তালিকা থেকে তারা ৩৪ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে।

হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সাথে বন্দিবিনিময় চুক্তি চূড়ান্ত হবে। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের এই দাবি মেনে নেয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান চালিয়ে ইসরাইল থেকে প্রায় ২৫০ জন বন্দিকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। পরের মাসে সংগঠনটি তেল আবিবের সাথে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় ১০৫ বন্দিকে মুক্তি দেয়, যারা ছিল মূলত নারী ও শিশু।

হামাস বলেছে, ইসরাইল গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে এবং ইহুদিবাদী কারাগারগুলোতে আটক শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হলেই কেবল তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের মুক্তি দেয়া হবে।

ওদিকে হামাসের সাথে চুক্তি করে গাজা থেকে বন্দিদের ফিরিয়ে নেয়ার দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইল সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে।

সূত্র : এএফপি, রয়টার্স


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল