তদন্তের মুখে সাবেক ইসরাইলি সৈন্য, ইসরাইল সরকারের সাহায্যে ব্রাজিল ত্যাগ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪২
গাজা ভূখণ্ডে ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একজন সাবেক সেনার বিরুদ্ধে একটি গোষ্ঠী আইনি ব্যবস্থা নেয়ার পর ইসরাইল সরকার তাকে ব্রাজিল ত্যাগ করতে সহায়তা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সৈন্যদের নিজস্ব পোস্টের ওপর আংশিকভাবে ভিত্তি করে এই অভিযোগ আনা হয়েছে।
রোববার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, ইসরাইলবিরোধী গোষ্ঠীগুলো গত সপ্তাহে তদন্ত শুরু করার চেষ্টা করলে তারা সাবেক সৈন্যকে নিরাপদে ব্রাজিল থেকে বের হয়ে আসতে সাহায্য করেছে। তারা ইসরাইলিদের তাদের সামরিক কার্যক্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিরুদ্ধে সতর্ক করে।
গাজায় নিহত পাঁচ বছর বয়সী এক ফিলিস্তিনি মেয়ের নামে প্রতিষ্ঠিত হিন্দ রজব ফাউন্ডেশন জানায়, ভিডিও ফুটেজ, ভূ-অবস্থান তথ্য এবং বেসামরিক বাড়ি-ঘর ধ্বংসে অংশ নেয়ার ছবির ওপর ভিত্তি করে অভিযোগ দায়ের করার পর ব্রাজিলের কর্তৃপক্ষ ওই সৈন্যের বিরুদ্ধে তদন্ত শুরু করে।
তারা এটিকে ‘গাজায় সংঘটিত অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে।
ব্রাজিলীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনোও মন্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার ব্রাজিলের গণমাধ্যম জানায়, তদন্তটি ব্রাজিলের ফেডারেল জেলার একজন অন-কল দায়িত্বপ্রাপ্ত ফেডারেল বিচারকের নির্দেশে শুরু হয়। সিদ্ধান্তটি ৩০ ডিসেম্বর জারি করা হয়। তবে সপ্তাহের শেষে স্থানীয় গণমাধ্যম তা প্রথম প্রকাশ করে।
সূত্র : ভিওএ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা