০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠালো লিবিয়া

সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠালো লিবিয়া - ছবি : মিডল ইস্ট মনিটর

সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠিয়েছে লিবিয়া। রোববার (৫ জানুয়ারি) দেশটির উপকূলীয় শহর মিসরাতা থেকে ওই ত্রাণ সহায়তা পাঠানো হয়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাশার সরকারের পতনের পর দেশটিকে অবক্ষয় থেকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন সরকার। এ অবস্থায় তাদের সহায়তার উদ্দেশে ওই ত্রাণ পাঠানো হয়। 

মিসরাতা শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার রেড ক্রিসেন্টের সাথে মিলে নগর কর্তৃপক্ষ একটি প্রতিনিধি দল সিরিয়ায় পাঠিয়েছে। তারা বিমানে করে ওসব সহায়তা নিয়ে যাচ্ছে।

প্রতিনিধি দলটি ইতোমধ্যে দামেস্ক বিমানবন্দরে পৌঁছেছে। সেখানে সিরিয়ার রেডক্রিসেন্ট প্রতিনিধি ও লিবীয় দূতাবাসের কর্মকর্তারা তাদেরকে বরণ করে নিয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রয়াত্ত টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সহায়তা বহনকারী বিমানটি ৩৪ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে রাজধানী দামেস্কে পৌঁছেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement