০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ইসরাইল লেবাননের সাথে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

ইসরাইল লেবাননের সাথে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে - ছবি : পার্সটুডে

লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ৪০ দিনের মধ্যে ইসরাইল ৩৭৯ বার ওই চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের সাথে দখলদার সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনে অন্তত ৩২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে।

দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল ঘোষণা করেছে, দখলদার সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের পর তাদের বুলডোজার দিয়ে ওই দেশের দক্ষিণাঞ্চলীয় ‘আল-লাবুন’ সীমান্ত এলাকায় লেবাননের সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে।

ইউনিফিল আরো জানিয়েছে, ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসঙ্ঘের বাহিনী এবং লেবাননের সেনাবাহিনীর স্থাপনা ধ্বংস করা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।

ইহুদিবাদীদের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইউনিফিল বেসামরিক সম্পদ ও অবকাঠামো ধ্বংস করাসহ যেকোনো পদক্ষেপ বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২৪ সাল থেকে ইহুদি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারাও ওই দেশের বেসামরিক লোকদের ওপর হামলার জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী অবস্থান ও বসতির ওপর অসংখ্য অভিযান চালিয়েছে।

অবশেষে ২৭ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকেই স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যথারীতি অঙ্গিকার ভঙ্গ করেছে।

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইহুদিবাদী সেনাদের হামলায় চার হাজার ৬৩ জন শহীদ এবং ১৬ হাজার ৬৬৩ জন আহত হয়েছে। এছাড়া প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হতাহত ও উদ্বাস্তু হওয়ার ঘটনা বেশিরভাগই ঘটেছে ২৩ সেপ্টেম্বর সহিংসতা বৃদ্ধির পর।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement