০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী

জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী - ছবি : টাইমস অব ইসরাইল

বন্দীবিনিময় বিষয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে আমন্ত্রিত এক মন্ত্রীর সহযোগী টাইমস অফ ইসরাইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী নীতিনির্ধারক পর্যায়ের কয়েকজন মন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিরাপত্তার স্বার্থে এই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি। তবে বৈঠকে বন্দীবিনিময় বিষয়েই আলোচনা হবে কিনা, তাও জানা যায়নি।

ইসরাইলের আর্মি রেডিওর প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে বেজালেল স্মোট্রিচ, ইতামার বেন গভির ও ডানপন্থী মন্ত্রীরা উপস্থিত থাকবেন। তারা এই প্রস্তাবের বিরোধিতা করবেন বলে জানা গেছে। ইতোপূর্বেও তারা এই চুক্তির বিরোধিতা করেছেন। একইসাথে এমন চুক্তি হলে জোট থেকে বেরিয়ে সরকার পতন ঘটাবে বলেও সতর্ক করেছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement