পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের, ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০১
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার লিরি অ্যালবাগ (১৯) নামের এক পণবন্দীর ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের ঘণ্টাখানেক পরেই পণবন্দীদের মুক্তির দাবিতে হাজার হাজার ইসরাইলি নাগরিক তেল আবিব ও জেরুসালেমে বিক্ষোভ করেছে।
ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সাড়ে তিন মিনিটের ওই ভিডিওটি কবের তা স্পষ্ট না। তবে ভিডিওটিতে অ্যালবাগ বলেন, তিনি ৪৫০ দিন ধরে আটক রয়েছেন, যা থেকে অনুমান করা যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে।
লিরি অ্যালবাগ নাজাল ওজ পোস্টে একজন নজরদারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। ৭ অক্টোবর হামাস অ্যালবাগসহ আরো ছয়জনকে পণবন্দী হিসেবে আটক করে। তাদের মধ্য একজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে আটকের পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন এখনো পণবন্দী রয়েছেন।
এদিকে লিরি অ্যালবাগ বেঁচে আছেন এমন ভিডিও হামাস প্রকাশ করার পর পরই হাজার হাজার মানুষ শনিবার রাতে তেল আবিব ও জেরুসালেম শহরে জমায়েত হন। তারা গাজায় ৪৫০ দিনের বেশি সময় ধরে পণবন্দী থাকা ব্যক্তিদের মুক্তির জন্য একটি চুক্তির আহ্বান জানান। এ সমাবেশটি এমন সময় হলো যখন ইসরাইলি প্রতিনিধিদল দীর্ঘদিনের মতপার্থক্য দূর করার লক্ষ্যে আলোচনার জন্য কাতার সফর করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজায় আটকে থাকা পণবন্দীদের মুক্তির জন্য হামাসের সাথে চুক্তিতে পৌঁছানোর কয়েকবারের ব্যর্থ প্রচেষ্টার পর এ আলোচনা শুরু হয়।
দ্য হোস্টেজ ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে বলে, ‘লিরির বেঁচে থাকার অস্তিত্ব সব পণবন্দীদের অতিদ্রুত ফেরত আনার এক রূঢ় ও অনস্বীকার্য প্রমাণ।’
তারা আরো বলে, ‘গাজার নরকে থাকা পণবন্দীরা প্রত্যেকটি দিন তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। নিহত হলে তাদের যথাযথভাবে সমাহিত করার সুযোগকেও এটি বিপন্ন করছে।’
সূত্র : টাইমস অফ ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা