০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইসরাইলকে আরো ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে আরো ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের একটি বড় অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, গোলাবারুদ, আর্টিলারি শেল ও আক্রমণাত্মক হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র।

শনিবার (৪ ডিসেম্বর) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অস্ত্র চুক্তি সম্পর্কে অবহিত করেছে। যা ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে বিদায়ী প্রশাসনের চূড়ান্ত প্যাকেজ হবে বলে আশা করা হচ্ছে।

মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্ধ সমর্থনের অংশ হিসেবে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

এদিকে ঘটনার সাথে সংশ্লিষ্ট দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউজ ওয়েবসাইট এক্সিওস গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দফতর অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে।

ভার্জিনিয়াভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, ইসরাইলের কাছে এই অস্ত্র সরবরাহ করতে গেলে হোয়াইট হাউজ এবং সিনেট ফরেন রিলেশন্স কমিটির অনুমোদন প্রয়োজন হবে। মার্কিন একটি সরকারি সূত্র এক্সিওসকে বলেছে, ‘ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আমরা সমর্থন অব্যাহত রাখব।’

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এটিই ইসরাইলের জন্য সর্বশেষ অস্ত্রের চালান বলে মনে করা হচ্ছে। এর কয়েক মাস আগে ওয়াশিংটন ইসরাইলের জন্য দুই হাজার কোটি ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার অনুমতি দিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যখন বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে এবং সারা বিশ্ব থেকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বিপুল অর্থের অস্ত্র সরবরাহের পরিকল্পনা নেয়া হলো।
সূত্র : আনাদোলু


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শীতকালীন ঝড় রাজধানীতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার সাবেক হুইপ কমলের ক্যাশিয়ার তপনকে পুলিশে দিল ছাত্র-জনতা পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিপিএলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট সিলেটের দর্শকরা অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম তামিমের বিধ্বংসী ইনিংসে বরিশালের বড় জয় স্যাকমোদের ইতিহাস, অতীত থেকে বর্তমান : ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা যৌক্তিক? মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান

সকল