০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস

গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস - ছবি : মিডল ইস্ট মনিটর

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযানে চারটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

আল-কাসসাম ব্রিগেড আজ শনিবার ভোরে ঘোষণা জানিয়েছে, জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাংক ধ্বং করা হয়েছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরাইলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। জাবালিয়া শহর এবং জাবালিয়া শরণার্থী শিবির গাজা উপত্যকার উত্তরে অবস্থিত।

এদিকে, আল-কাসসাম ব্রিগেড আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা কিউ-১৮ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার ইসরাইলের নেটিভোট শহরে আঘাত হেনেছে।

আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশে ‘এসএএম’ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টারে আঘাত করেছে। পপুলার রেসিসটেন্স কমিটির সামরিক শাখা আন-নাসের সালাউদ্দিন ব্রিগেডের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধ সংগঠনগুলো এখনো বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। যদিই দখলদার বাহিনী নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ মাসে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement