০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই, আজো ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ চলছেই, আজো ৩৫ ফিলিস্তিনি নিহত - ছবি : পার্সটুডে

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় আজ (শুক্রবার) আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা উপত্যকার মধ্যাঞ্চল এবং দক্ষিণে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বাকিরা অন্যান্য এলাকায় নিহত হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরো ৭০ জন শহীদ হন।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ইসরাাইলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪বার বিমান হামলা চালিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী গাজা উপত্যকার ওপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শহীদ এবং লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement