গাজার বুরেজ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
গাজার বুরেইজ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বুরেজের এলাকা থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। মধ্য গাজা থেকে একটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরাইলি বাহিনী ওই আদেশ জারি করে।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স বার্তায় লিখেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ওই এলাকা থেকে রকেট ছুড়ছে। সেজন্য সেখান থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অবিলম্বে ইসরাইলি বাহিনী সেখানে অপরেশন চালাবে।
আদ্রাই বলেন, ‘আপনারা নিজেদের নিরাপত্তার জন্য সরে যান। আপনারা মানবিক অঞ্চলে গিয়ে আশ্রয় নিন। অবিলম্বে ইসরাইলি বাহিনী ওই এলাকায় হামলা চালাবে।’
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধ আজ শুক্রবার ৪৪৭তম দিন পার করছে। এ সময় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৫৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো এক লাখ আট হাজার ৪৩৮ জন আহত হয়েছে। বিভিন্ন অঞ্চলের অন্তত ১১ হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা