ইসরাইলে হাউছিদের হামলা, পালাতে গিয়ে ১২ ইসরাইলি আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছিরা শুক্রবার ভোরে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় সমর্কতামূলক সাইরেন বাজানো হলে স্থানীয়রা আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছোটে। পরে পদদলিত হয়ে ১২ ইসরাইলি নিহত হয়েছে।
আনাদোলুর খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনিদের ছোড়া ওই ড্রোন ইসরাইলের আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়। তবে সতর্কতার উদ্দেশ্যে সাইরেন বাজানো হলে মানুষের ছুটোছুটিতে ওই ঘটনা ঘটে।
হিব্রু ব্রডকাস্টিং অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের আকাশ সীমায় প্রবেশ করেছে। পরে মধ্য ইসরাইলের মোদিন শহরের উপরে থাকা অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহত্তর তেল আবিব এলাকা, ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকা এবং জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, জেরুজালেম এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১২ আহত হয়েছিল। আর নয়জন আতঙ্কিত হয়েছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা