জাবালিয়া শরণার্থী শিবির এখন ‘ভূতের শহর’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭
গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। এই শিবিরে সবকিছু অবরুদ্ধ করে নৃশংস হামলা চালায় ইসরাইল। এখন এটি ‘ভূতের শহর’-এ পরিণত হয়েছে।
শুক্রবার (৩ ডিসিম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ইসরাইলের সংবাদপত্র মারিভের বরাত দিয়ে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এখন একটি ‘ভূতের শহর’ হয়ে উঠেছে যেখানে কোনো ভবন অক্ষত অবস্থায় নেই।
এতে আরো বলা হয়, শিবিরটি এখন কুকুরের আবাসস্থলে পরিণত হয়েছে। আর যে ভবনগুলো টিকে আছে সেগুলোর দেয়ালে রয়েছে বুলেটের চিহ্ন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর শুধু এক দিনেই ইসরাইলি হামলায় এ শিবিরে অন্তত ৩১ জন নিহত হয়। মাত্র দেড় বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই শিবিরে ১ লাখ ১৬ হাজারের মতো নিবন্ধিত শরণার্থী বাস করেন।
গোটা গাজা উপত্যকায় বড় যে আটটি শরণার্থীশিবির রয়েছে, তার একটি জাবালিয়া। এটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি। আর এমন জায়গায় যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমাও ব্যবহার করে ইসরাইল।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা