০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দক্ষিণ লেবাননে আবারো হামলা ইসরাইলের

- ছবি : আল জাজিরা

দক্ষিণ লেবাননে আবারো হামলা শুরু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। শুক্রবার (৩ জানুয়ারি) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে রাতারাতি আরো হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। মধ্যরাতে তারা বানি হাইয়ান শহরের আশেপাশে বোমা হামলা চালায়।

সূত্রটি আরো জানিয়েছে, এছাড়া কেফার কিলায়ও আরেকটি হামলার খবর পাওয়া গেছে। ও হামলার আওয়াজ সমগ্র দক্ষিণ লেবাননজুড়ে শোনা গেছে।

এর আগে বার্তা সংস্থাটি বলেছিল, ইসরাইলি বাহিনী মারুন আল-রাস শহরের উপকণ্ঠে তাদের অবস্থান থেকে ভারী মেশিনগান দিয়ে বিনতে জাবাল শহরকে আঘাত হানছে।

নভেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তিতে আবদ্ধ হয় ইসরাইল। এরপর দেশটির সামরিক বাহিনী তিন শতাধিক বার ওই চুক্তি লঙ্ঘন করেছে। সর্বশেষ লঙ্ঘন করল গতরাতের এই হামলার মধ্য দিয়ে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement