০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেসেট থেকে পদত্যাগ করবেন

- ছবি : বাসস

গত নভেম্বরে বরখাস্তকৃত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তিনি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করবেন।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ট বলেন, তিনি নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। গ্যালান্ট আরো বলেন, ‘৩৫ বছর আমি দেশের জন্য ইসরাইলি মিলিটারিতে কাজ করেছি। সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবাইকে থামতে হয়।’

ওই টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ট আরো বলেন, তিনি অপহৃত ইসরাইলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিশেষ করে ইসরাইলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

সামরিক বাহিনীতে চরম রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণের পক্ষে ছিলেন গ্যালান্ট। অন্যদিকে নেতানিয়াহু অতি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ছাড় দিতে চেয়েছিলেন। এর মাঝে নভেম্বরে নেতানিয়াহ গ্যালান্টকে অব্যাহতি দেন। এছাড়া গ্যালান্ট নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধের অভিযান নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

গ্যালান্ট, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য। এই দায়েফ পরে ইসরাইলি হামলায় নিহত হয়।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল