গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
গাজার জনসংখ্যা ৬ শতাংশ কমেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। জনসংখ্যা হিসেবে তা প্রায় এক লাখ ৬০ হাজার জন হবে। নতুন এই প্রতিবেদন অনুসারে, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ ফিলিস্তিনি জনসংখ্যার উপর ব্যাপক প্রভাব ফেলেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার পিসিবিএস প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, ৭ অক্টোবর ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি গাজা ত্যাগ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৫৫৩ জন নিহত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার ৬০ হাজার গর্ভবতী নারী পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে।
সূত্রটির তথ্য অনুসারে, গাজার জনসংখ্যা এখন ২ দশমিক ১ মিলিয়নে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৮ বছরের কম বয়সী এক মিলিয়নেরও বেশি শিশু রয়েছে, যা জনসংখ্যার ৪৭ শতাংশ।
এদিকে, ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (সিবিএস) এর একটি পৃথক প্রতিবেদনে দেখা গেছে, ইসরাইলের জনসংখ্যা এখনো বৃদ্ধি পাচ্ছে। তবে আগের বৃদ্ধির হার কমেছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালে ইসরায়েলের জনসংখ্যা ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৩ সালে ছিলো ১ দশমিক ৬ শতাংশ। এই জনসংখ্যা কমার পেছনে দেশত্যাগের বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বছর দেশটি থেকে প্রায় ৮৩ হাজার বাসিন্দা ইসরায়েল ছেড়েছিলো। তার আগের বছর দেশ ছেড়েছিলো ৫৫ হাজার বাসিন্দা।
সূত্র : মিডল ইস্ট মনিটর