গাজায় আরো শক্ত হামলার হুমকি দিল ইসরাইলের যুদ্ধমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৬:২৮
ইসরাইলের যুদ্ধমন্ত্রী আবারো গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরো কঠোর হামলার হুমকি দিয়েছেন।
মেহর বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়াসরাইল কাৎজ হুমকি দিয়েছেন, হামাস যদি ইসরাইলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে, তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমাবর্ষণ করবে।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরো বলেছেন, গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরাইলি যুদ্ধমন্ত্রী এই হুমকি দিলেন।
ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহরনোত লিখেছে, ইসরাইলি সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা আজ (বৃহস্পতিবার) বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ছাড়াই কাৎজের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকের করার কথা রয়েছে।
এদিকে, ইসরায়েলের টিভি চ্যানেল-১২ জানিয়েছে, এই সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেলআবিবের রাজনৈতিক কর্তাব্যক্তিদেরকে জানিয়েছেন, ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন।
সূত্র : পার্সটুডে