সিরিয়ার বিভাজন ইসরাইলের স্বার্থ রক্ষা করবে
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
ইরাকের ফাতাহ জোটের প্রধান বলেছেন, সিরিয়ার বিভাজন এবং সেদেশে অব্যাহত সহিংসতা শুধুমাত্র দখলদার ইসরাইলের স্বার্থই রক্ষা করবে।
ইরানের সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের আল-ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি, প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ায় সহিংসতা চলতে থাকলে এবং ওই দেশটিকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র আঞ্চলিক সব দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক। এতে কেবল এ অঞ্চলে দখলদার ইসরাইলের প্রভাব বাড়বে।
ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি আরো বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে। মহান শহীদদের আত্মত্যাগ তাদের মধ্যে সাহস যুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গাজায় ইসরাইলি গণহত্যা ও হাসপাতাল, স্কুল, ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে এবং ইসরাইলের এতোবড় অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী সম্পূর্ণ নীরব রয়েছে।
ইরাকের আল-ফাতাহ জোটের প্রধান প্রতিরোধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিস এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন যা তারা তাদের জীবনে বেঁচে থাকলে এসবের প্রভাব এখন তার চেয়ে কোনো অংশে কম নয়।
আজ বৃহস্পতিবার, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শহীদ কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি পপুলার মোবিলাইজেশনের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদতের পঞ্চম বার্ষিকী পালিত হচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে সেদেশ সফর করার সময়, বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হানাদার বাহিনীর বিমান হামলায় শাহাদাত বরন করেন। একই সময়ে তার সফর সঙ্গী আবু মাহদি আল-মুহান্দিসসহ আরো চারজন শহীদ হন।
সূত্র : পার্সটুডে