০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

ইয়েমেনের হাউছি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান

ইয়েমেনের হাউছি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান - ছবি : ভয়েস অফ আমেরিকা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী ইয়েমেনের হাউছি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সুনির্দিষ্টভাবে একাধিকবার অভিযান চালিয়েছে। এ দিকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে হাউছি নিয়ন্ত্রিত উপকূলীয় অঞ্চলগুলো ছাড়াও ইয়েমেনের রাজধানী সানায়ও আঘাত হানা হয়।

হাউছির নির্দেশনা ও নিয়ন্ত্রণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো এই আক্রমণ করে। তাছাড়া যে সব স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ অন্যান্য যুদ্ধাস্ত্র নির্মাণ ও মওজুদ রাখা হয়, সেগুলোকেও এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, যে সব স্থাপনাকে লক্ষ্য করে এবার আক্রমণ চালানো হয় সেগুলোকে এর আগে হাউছির তৎপরতার জন্য ব্যবহার করা হয়েছিল, ‘যেমন লোহিত সাগর ও এডেন উপসগারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানো হয়েছিল’।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, এই অভিযানগুলো ইরান সমর্থিত হাউছিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক জলযানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ’।

হাউছির একজন মুখপাত্র এই অভিযানকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন ও ইসরাইলের প্রতি নির্লজ্জ সমর্থন বলে অভিহিত করে।

হাউছিরা ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে জলযানগুলো উপরে এক বছরেরও বেশি সময় ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসেছে।

হাউছিরা বলছে, ইসরাইল হামাস যুদ্ধ চলাকালে তাদের এই অভিযান ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল