০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা - ছবি : ভয়েস অফ আমেরিকা

ফ্রান্স মঙ্গলবার বলেছে, তারা সিরিয়ায় ইসলামিক স্টেট উগ্রবাদীদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানান, রোববার এই হামলা চালানো হয়েছে। তবে সিরিয়ার ঠিক কোন অবস্থানে এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর ওপর বেশ কয়েক দফা হামলা চালানোর পর এলো এই ফরাসি পদক্ষেপ। সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।

২০১৪ সালে ইসলামিক স্টেটের উগ্রবাদীরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের সুবিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই ঘটনায় আন্তর্জাতিক মহল নানা প্রতিক্রিয়া দেখিয়েছে, যার মধ্যে আছে এই সংগঠনটিকে পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন।

এক কালে দখল করা ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারালেও এখনও সিরিয়ায় উগ্রবাদীদের উপস্থিতি বজায় রয়েছে।

পশ্চিমের সামরিক হামলাগুলো এমন সময় এসেছে যখন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে।

যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্রুতগতিতে রাজধানীতে ঢুকে পড়ে আসাদ সরকারের পতন ও তার দেশত্যাগ নিশ্চিত করেছে, তারা সব বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে সদস্যদের সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে ঘোষণা দিয়েছে।

সিরিয়ার নতুন কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরার নাম ঘোষণা করেছে।

আসাদের উৎখাতে নেতৃত্বে দেয়া হায়াত তাহরির আল-শাম নামের বিদ্রোহী গোষ্ঠীতে নেতৃস্থানীয় পদে ছিলেন কাসরা।

সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে যা বলল ভারত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ কারওয়ান বাজার এলাকার শীর্ষ চাঁদাবাজ রাসেল জমাদ্দার গ্রেফতার ঢাকার হ্যাটট্রিক হার, খুলনার দ্বিতীয় জয় খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন খতমে নবুওয়ত না মানলে ঈমান থাকবে না : মুফতি সাইফুল ইসলাম শেষ নবীর খোঁজে জনকল্যাণমূলক সরকার গঠনে দেশ উপকৃত হবে : জামায়াত আমির রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফের ২ ক্যাম্পের সন্ধান খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার লাদাখের ভূখণ্ড নিয়ে ২ নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

সকল