০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

গাজায় আরো এক শিশু ঠাণ্ডায় জমে মারা গেছে, হাসপাতালে হামলায় নিহত ৭

গাজায় আরো এক শিশু ঠাণ্ডায় জমে মারা গেছে, হাসপাতালে হামলায় নিহত ৭ - ছবি : পার্সটুডে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রচণ্ড ঠাণ্ডায় জমে আরো এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ দিন বয়সী ওই শিশু প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাইপোথার্মিয়ায় ভোগার পর মৃত্যুবরণ করে।

ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে গাজার ফিলিস্তিনি জনগণের খাদ্য, পানি এবং জ্বালানি সঙ্কটে পড়েছে। শীত মৌসুম শুরু হওয়ার পরও সেখানকার লোকজন যেমন খোলা জায়গায় তাঁবুর ভেতরে থাকতে বাধ্য হচ্ছে, তেমনি কোনো হিটিং ব্যবস্থা নেই। এতে ভয়াবহ কষ্টের মধ্যে পড়েছেন গাজার প্রায় ২৩ লাখ মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে প্রচণ্ড ঠাণ্ডায় টিকতে না পেরে জুমা আল-বাতরান নামে ২০ দিনের এই শিশু মৃত্যুবরণ করেছে। শিশুটির যমজ ভাই আল-আকসা শহীদ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে বলে জানান তিনি।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গতকাল ইসরাইলের দখলদার বাহিনী আল ওয়াফা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত সাত ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ জানান, ইসরাইলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আল-ওয়াফা হাসপাতালটি ঠিক করে আবার যখন রোগীদের চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন দখলদার বাহিনী এই হাসপাতালে গোলাবর্ষণ করেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালটি আবার চালু করা হবে বলে তিনি আশা করেন।

ইসরাইল চলমান আগ্রাসনে গাজা উপত্যকার হাসপাতালগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে। এতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার মানবতা এখন বিপন্ন। প্রশ্ন উঠেছে, দখলদার ইসরাইলের এই বর্বরতার শেষ কোথায়? কবে হবে এর অবসান?

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা চট্টগ্রামে ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : সমন্বয়ক হাসনাত আ’লীগ নেতা বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহির স্ত্রী নুরজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত ৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান

সকল