০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে। যেটির প্রভাবে মুত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে আজ রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে।

৭৫ বছর বয়সী নেতানিয়াহুকে গত মার্চেও ছুরি-কাঁচির নিচে যেতে হয়। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

এর আগে গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। তারো আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement