০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধিদলের সাথে কাতারের প্রধানমন্ত্রীর আলোচনা

গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ‘স্পষ্ট ও সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রী ও একইসাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘শনিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গোষ্ঠীর জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল-হাইয়া। কয়েক মাস ধরে মধ্যস্থতা নিয়ে যুদ্ধবিরতির আলোচনা অচলাবস্থায় ছিল। এমতাবস্থায় মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদের প্রকাশ্যে জড়িত হওয়া তার জন্য অনেকটাই স্বাভাবিক না।’

বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি এই অঞ্চলে চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়।

নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে বিজয়ের পর চলতি মাসের গোড়ার দিকে, যুদ্ধবিরতির আলোচনা গতিবেগ ফিরে পেয়েছে বলে শেখ আশাবাদ ব্যক্ত করেছিলেন। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনুভব করেছি আলোচনায় গতি ফিরে এসেছে।

কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন, ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই তার আগত প্রশাসন একটি চুক্তি অর্জনের ব্যাপারে ব্যাপক উৎসাহ যুগিয়েছে।

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে উপসাগরীয় আমিরাত কয়েক মাস যাবত আলোচনা চালিয়ে গেলেও তা ব্যর্থতায় রূপ নিয়েছে।

নভেম্বরে, দোহা তার মধ্যস্থতা স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে হামাস ও ইসরাইল সদিচ্ছা ও আন্তরিকতা দেখালে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে দেশটি আশ্বাস প্রদান করে।

হামাস ও ইসরাইল উভয় আলোচনার অগ্রগতি না দেখিয়ে পরস্পরের ওপর দোষারোপ করে আলোচনার পথ অবরুদ্ধের কথা জানালে, দোহা পরবর্তিতে চলতি মাসে পরোক্ষ আলোচনার আয়োজন করে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তালায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত বড়াইগ্রাম প্রেস ক্লাবে সভাপতি অহিদুল, সম্পাদক মান্নান ২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর : তাজুল ইসলাম থার্টি ফার্স্ট নাইট : আতশবাজি ফোটাতে গিয়ে রাজধানীতে দগ্ধ ৫ শীতে জবুথবু উত্তরের জনপদ গাইবান্ধা ২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ সাবেক মন্ত্রী কামরুল ৪ দিনের রিমান্ডে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ড. ইউনূসকে নিয়ে ভারতের জিনিউজের প্রতিবেদন বানোয়াট : প্রেস উইং জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেয়ার সীমা শিথিল থার্টি ফার্স্ট নাইট পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল