‘গাজার স্বাস্থ্যকেন্দ্রের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিন’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ করতে জাতিসঙ্ঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইরান।
গতকাল (শনিবার) জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্ধি এই আহ্বান জানান।
ইসরাইল গত বছরের অক্টোবর থেকে গাজার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর আগ্রাসন চালিয়ে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ বর্বরতা চালিয়েছে। ওইদিন ইসরাইলি বাহিনী শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া নির্দেশ দেয় এবং হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর গতকাল দখলদার বাহিনী হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এবং কয়েকজন কর্মীকে আটক করে।
ইসরাইলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি স্বাস্থ্যমন্ত্রী। জাতিসঙ্ঘ মহাসচিবকে লেখা চিঠিতে জাফারকান্দি বলেন, ইসরাইলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক সমস্ত আইন ও চুক্তির চরম লঙ্ঘন। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কিংবা কোনো প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি জাতিসঙ্ঘ মহাসচিবের প্রতি জোরালো আহ্বান জানান।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা