আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজার হাসপাতালগুলো রক্ষার আহ্বান ফিলিস্তিনের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি হামলা থেকে হাসপাতালগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রামাল্লাযর মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি অঞ্চলে বিশেষ করে গাজার হাসপাতালগুলোতে হস্তক্ষেপ ও নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে।
ফেসবুকে এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রণালয় রোগীদের, চিকিৎসা কর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোকে ইসরাইলি আক্রমণ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।
এতে আরো বলা হয়েছে, উত্তর গাজার বিট লাহিয়ার কমল আদওয়ান হাসপাতালে অভিযান এটাই প্রমাণ করে ইসরাইলের ‘গণহত্যা যুদ্ধ’ অব্যাহত রয়েছে।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিক্যাল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন।
আবু সাফিয়া বলেন, চিকিৎসা কর্মীরা হামলার শিকার ওই ভবনে উপস্থিত ছিলেন কারণ তারা তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন। তিনি নিহত কর্মীদের শনাক্ত করেছেন। যাদের একজন আহমেদ সামুর, তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস নামে এক ব্যক্তিও রয়েছেন যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তুপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসঙ্ঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
সূত্র : আল-জাজিরা