২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরো ৩৭ ফিলিস্তিনি

২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরো ৩৭ ফিলিস্তিনি - সূত্র : আল-জাজিরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর হামলায় কমপক্ষে আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো ৯৮ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তুপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসঙ্ঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement