২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা - ছবি : বাসস

ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরাইলি বোমা হামলায় সেখানকার অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হলেও ওই সময় বিমানবন্দরে অবস্থানরত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস নিরাপদ রয়েছেন।

গেব্রেয়াসুসের উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে এএফপি জানায়, ইয়েমেনের সানা বিমানবন্দরে বৃহস্পতিবার ইসরাইলি বোমা হামলার সময় গেব্রেয়াসুস সেখানেই ছিলেন। এতে ওখানকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে তিনি নিরাপদে রয়েছেন।

তেদরস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগেরমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসঙ্ঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রা বিলম্বিত হয়েছে।

ইয়েমেনে জাতিসঙ্ঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন, তাদের মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়নের লক্ষ্য নিয়ে তিনি সেখানে গিয়েছেন।

তিনি জানান, আজ তারা কাজ শেষ করে ফিরে আসতে বিমানে ওঠার সময় বিমানবন্দরে হামলা হয়। এতে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ডিপারচার লাউঞ্জ ও রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, তারা হামলার আওতা থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থান করছিলেন।

ইরানসমর্থিত হাউছিদের ইসরাইলে সর্বশেষ হামলার একদিন পর ইসরাইলি বাহিনী এই পাল্টা হামলা চালিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানীর বিমানবন্দরটিতে ছয়টিরও বেশি হামলা হয়েছে এবং লাগোয়া আল-দাইলামি বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের সীমান্ত বরাবর উত্তর কোরিয়ার সৈন্যরা ব্যাপক হতাহতের সম্মুখীন ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ জেলে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত সিরিয়া-লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালিয়েছে ইসরাইল গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের

সকল