২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৮০ ঘণ্টায় পাঠ করা হলো ফিলিস্তিনি শহীদদের নাম

- ছবি : আল জাজিরা

গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নেদারল্যান্ডের একটি সংস্থা। সেখানে চার দিনে ৮০ ঘণ্টায় ৪৫ হাজার ফিলিস্তিনির নাম পাঠ করে শোনানো হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি সংস্থা সমন্বিতভাবে গাজার ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুতদের সহযোগিতার উদ্দেশ্যে একটি তথ্য প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে প্রবন্ধ পাঠ, তথ্য চিত্র প্রদর্শনী, নাশিদ ও নিহতদের নাম পাঠের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তারা একটি তহবিল সংগ্রহ করতে চেয়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অনুষ্ঠানটি গত শুক্রবার বিকেলে শুরু হয়ে বুধবার রাতে গিয়ে শেষ হয়। সেখানে কয়েকটি প্রবন্ধ পাঠ করা হয়। এর মাধ্যমে ফিলিস্তিনি সঙ্কট এবং গাজার শহীদগণ, বিশেষ করে শিশু ও নারীদের নানা বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে। এছাড়া নাশিদের মাধ্যমেও তারা গাজার বীরত্বগাঁথা এবং ইসরাইলিদের আগ্রাসী মনোভাবের নিন্দা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ নভেম্বর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ জন নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ সাত হাজার ৮০৩ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ১১ হাজার জন নিখোঁজ রয়েছে।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য


আরো সংবাদ



premium cement
গাজায় সচল শেষ হাসপাতালটিতে আগুন দিলো ইসরাইলি বাহিনী সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব

সকল