২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ সৌদির

ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ সৌদির - ছবি : সংগৃহীত

সারা বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ওমরা পালনকে আরো সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

পবিত্র নগরী মক্কার প্রশাসন ঘোষণা করেছে, ওমরা পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের সুবিধা চালু করা হয়েছে।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর পরিচালনা কর্তৃপক্ষ জানায়, গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির পাশে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছাকাছি বিনামূল্যে ব্যাগ জমা রাখার সুযোগ দেয়া হয়েছে।

এই সেবার আওতায় সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ জমা রাখা যাবে, তবে সেটি বিচ্ছিন্ন জিনিসের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ব্যাগ হতে হবে। একটি ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে এই সংরক্ষণাগারে মূল্যবান সামগ্রী, নিষিদ্ধ দ্রব্য, খাবার এবং ওষুধ রাখার অনুমতি দেয়া হবে না। ব্যাগ জমা দেয়ার সময় একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে, যা ব্যবহার করে ব্যাগ ফেরত নেয়া যাবে।

এই সুবিধা নিতে হলে সৌদি আরবের অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট দেখাতে হবে। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশের জন্যও এই অ্যাপের মাধ্যমে অনুমতি নেয়া বাধ্যতামূলক।

সংবাদ সূত্রে জানা গেছে, সৌদি আরব সরকার ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের আশপাশের সব জায়গায় ব্যাগ রাখার সুবিধা চালু করার পরিকল্পনা করছে, যাতে আরো উন্নত সেবা দিয়ে ওমরাহ পালনকারীদের সহায়তা করা যায়।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement