২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফের ক্যান্সারে আক্রান্ত বাশারের স্ত্রী

ফের ক্যান্সারে আক্রান্ত বাশারের স্ত্রী - ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের শরীরে আবারো রক্তের ক্যান্সার (লিউকেমিয়া) ফিরে এসেছে। এই পরিস্থিতিতে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।

খবরে বলা হয়েছে, ২০১৯ সালে তিনি স্তনক্যান্সারে আক্রান্ত হন। এক বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু চলতি বছরের মে মাসে তার রক্তে আবার ক্যান্সার ধরা পড়ে। এতে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০/৫০ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আসমা আল-আসাদের পরিবারের এক সদস্যের সাথে যোগাযোগ করে একটি সূত্র জানিয়েছে, আসমা মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি কারো সাথে থাকতে পারবেন না।

অন্য একটি সূত্র বলছে, আসমার পরিবার বর্তমানে মস্কোতে রয়েছে। তার শরীরে আবার ক্যান্সার ফিরে আসে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আগের থেকে তার অবস্থা আরো গুরুতর এবং ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তার এখন বেঁচে থাকার সম্ভাবনা অর্ধেক।

কয়েক দিন আগে খবর বেরিয়েছিল আসমা বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য গুজব বলে জানানো হয়। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ।

সূত্র : দ্য টেলিগ্রাফ


আরো সংবাদ



premium cement