ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে সিরিয়ার নতুন সরকার। গৃহযুদ্ধের সময় সিরিয়ার ক্ষতিসাধনের পরিপ্রেক্ষিতে এই দাবিটি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল মোদন সরকার ঘনিষ্ঠ একটি সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, তেহরানের অপরাধী ও স্বেচ্ছাচারী মনোভাবের কারণে সিরীয় জনগণ ও রাষ্ট্রের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণে ওই ৩০০ বিলিয়ন ডলার দাবি করা হয়েছে। তারা পতিত সরকারের বাহিনীর সাথে মিলে সিরিয়ার জনগণ ও তার রাষ্ট্রের অনেক ক্ষতি করেছিল।
সূত্রটি জানিয়েছে, সিরিয়ার এই ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদের সরকারকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে গেছে ইরান। তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণও দিয়েছে তারা। পতিত বাহিনী এসব সহায়তা নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে (যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে) যুদ্ধ করতো এবং তেহরানের আঞ্চলিক প্রভাব বজায় রাখার প্রয়াস পেতো।
সূত্রটি আরো জানিয়েছে, সিরিয়ার পতিত সরকার ইরানি কর্তৃপক্ষের কাছে তাই অনেক ঋণী হয়ে পড়ে। এখন ইরান সিরিয়ার নতুন সরকারকে ওই ঋণ পরিশোধের জন্য চাপ দিচ্ছে।
অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গত সপ্তাহে বলেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে যে সিরিয়ার নতুন সরকারকে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের জন্য ইরান চাপ দিচ্ছে। তাদের এসব প্রতিবেদন অতিরঞ্জিত।
সূত্রটি তেহরান ও দামেস্কের মধ্যে চলমান যোগাযোগকে অস্বীকার করে বলেছে, উভয় দেশের মাঝে এখন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। বর্তমানে ইরানের সাথে কাজ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা