ইসরাইলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫
মধ্য গাজার একটি হাসপাতালের পাশে বৃহস্পতিবার সকালে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনের কর্তৃপক্ষ ও গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ কথা জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস টুডের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের পাশে খবর সংগ্রহ করছিলেন। এ সময় তাদের গাড়িটি ইসরাইলি বিমান হামলার শিকার হয় বলে জানিয়েছেন আল-জাজিরার সংবাদিক আনাস আল-শরিফ।
তবে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে তারা এ হামলা করেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের একটি ফুটেজে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া সাদা গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ লেখা ছিল।
নিহত সাংবাদিকরা হলেন ফাদি হাসৌনা, ইবরাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কামসান ও আয়মান আল-জাদি। এর মধ্যে আয়মান আল-জাদি হাসপাতালের সামনে তার স্ত্রীর প্রথম সন্তান জন্মদানের জন্য অপেক্ষা করছিলেন।
ঘটনাস্থলে আগুন নেভানোর পর বেসামরিক প্রতিরক্ষা দল তাদের লাশ উদ্ধার করেছে বলে কুদস নিউজ নেটওর্য়াক জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা