বন্দী চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে হামাস, অভিযোগ ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৬
বন্দী চুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি পাল্টা আক্রমণ করেছে ইসরাইল। ইসরাইলের অভিযোগ হামাস চুক্তিতে ‘নতুন বাধা’ তৈরি করছে।
বুধবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাস আবারো মিথ্যা বলছে, ইতোমধ্যেই সম্পন্ন সমঝোতা থেকে তারা সরে আসছে এবং আলোচনায় নতুন বাধা তৈরি করছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, যেমনটি আমরা আগেই জানিয়েছি, হামাসের নতুন শর্ত যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩৯ জন।
ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবশেষ প্রাপ্ত মৃত্যুর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৩৬১ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৮০৩ জন আহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তুপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা