যুদ্ধবিরতির পর লেবাননের গভীরে প্রথমবারের মতো হামলা ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরাইল।
বুধবার (২০ ডিসেম্বর) পূর্ব লেবাননের বেকা এলাকায় ওই হামলা চালানো হয়। গত মাসে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর এটাই লেবাননের গভীরে ইসরাইলের প্রথম হামলা।
লেবাননের গণমাধ্যমগুলোর সূত্রে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বেলবেক এলাকার হিজিন ও তেলিয়া এলাকার মধ্যবর্তী একটি স্থানে ওই হামলা চালায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেরুসালেম পোস্ট জানিয়েছে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৭ নভেম্বর ১৪ মাসের জন্য হিজবুল্লাহ ও ইসরাইলের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ওই চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইল অন্তত ৩০০ বার চুক্তিটি লঙ্ঘন করেছে।
মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। যেন ওই কমিটি ইসরাইলের চুক্তি লঙ্ঘনকে বন্ধে চাপ প্রয়োগ করতে পারে।
উল্লেখ্য, চলমান যুদ্ধে অন্তত চার হাজার ৬৩ লেবানিজ নিহত হয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছে। এছাড়া আরো ১৬ হাজার ৬৬৩ জন আহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা