২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু!

গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! - ছবি : আল জাজিরা

গাজায় বন্দী ইসরাইলিদের হত্যা করতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনি সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল ওয়াসিফ উরায়কাত আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নেতানিয়াহু গাজায় থাকা ইসরাইলি বন্দীদের হত্যা করতে চান। তাদেরকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিতে চান না।

তিনি আরো বলেন, বিশেষ করে যারা সেনা অফিসার ও সৈনিক, তাদেরকে তিনি ফিরিয়ে নিতে চান না। কারণ, এতে তার প্রশাসন বহুমুখী বিপদ থেকে মুক্তি পাবে। বিশেষ করে এর মাধ্যমে নেতানিয়াহু ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক তথ্য-প্রমাণের দাফন হবে।

উরায়কাত আরো বলেন, ইসরাইলি বাহিনীর কমান্ডাররাও জানেন যে নেতানিয়াহুর উপর সামরিক চাপ তৈরি হলে বন্দীদের হত্যা বৃদ্ধি পাবে। তারা আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারবে না।

এই সামরিক বিশ্লেষক বলেন, নেতানিয়াহু এই আগ্রাসন চালিয়ে যেতে চান। তিনি মনে করেন যে তার পূর্বসূরী শাসকরা এই বিষয়ে ভুল করেছে। বিশেষ করে ১৯৪৮ সালে বিপুলসংখ্যক ফিলিস্তিনি হত্যা না করা এবং তাদেরকে পরিপূর্ণভাবে বিতাড়িত না করা ছিল তার দৃষ্টিতে পূর্বসূরীদের সবচেয়ে বড় ভুল।

তিনি বলেন, তবে এটি ঠিক যে নেতানিয়াহুর প্রশাসন অনেক চাপে রয়েছে। বিশেষ করে তাদের উপর সামরিক চাপটাই বেশি। কারণ, সেনারা এখন স্পর্শকাতর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অন্তত ৫০০ সেনা যুদ্ধ ছেড়ে দিয়েছে এবং নতুনভাবে যোগদান করতে অস্বীকার করেছে।

আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত গাজায় বন্দী ৮ ইসরাইলিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ বিষয়টি তারা স্বীকার করেছে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৩৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ সাত হাজার ৭৬৪ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ১১ হাজার জন নিখোঁজ রয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল