প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে সিরিয়ার সশস্ত্র দলগুলো
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪
সিরিয়ার কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, দেশটির সশস্ত্র দলগুলো নিজেদের বিলুপ্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একত্রিত হতে সম্মত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া বিদ্রোহীদের নেতৃত্বদানকারী আহমদ আল-শারার সাথে সকল সশস্ত্র দলের নেতাদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ৮ ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহীরা দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়।
আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া ওই অঞ্চলে চলা বিভিন্নমুখী অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ মাথায় নিয়ে ওই অঞ্চলের অন্যান্য সরকারগুলো দামেস্কে তাদের দূত পাঠিয়েছে।
তার মধ্যে অন্যতম উদ্বেগ হচ্ছে, ইসলামিক স্টেট গ্রুপের সম্ভাব্য পুনরুত্থান। যারা কিনা ২০১৪ সালে সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছিল।
সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) দুই সদস্য নিহত হয়েছে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলে, আইএস ট্রাক বোঝাই অস্ত্র নিয়ে যাচ্ছিল, যেগুলো সেই হামলায় ধ্বংস হয়ে গেছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা