পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ উগ্রবাদী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২১
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ উগ্রবাদী নিহত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে উগ্রবাদী গোষ্ঠী খাওয়ারেজের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়েছে। এতে গোষ্ঠীটির অন্তত ১৩ জন নিহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওই এলাকায় উগ্রবাদীদের উপস্থিতি জানতে পারে। এরপর তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। গোষ্ঠীটি ইতোপূর্বে নিরাপত্তা বাহিনী অনেক ফোর্সের উপর হামলা করেছিল। এছাড়া অনেক বেসামরিক নাগরিকদেরও হত্যা করেছিল।
সূত্র : ডন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা