২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর

- ছবি : বাসস

তেল আবিবে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে রোববার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরাইলকে লক্ষ্যবস্তু করায় তিনি তাদের ‘ইরানের অশুভ অক্ষের’ শেষ অবশিষ্ট হাত অভিহিত করে সতর্ক করেছেন।

নেতানিয়াহুর একটি ভিডিও বিবৃতির উদ্ধৃতি দিয়ে জেরুজালেম থেকে এএফপি জানায়, তিনি বলেন, ‘আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সাথে কাজ করেছি, তাই আমরা হাউছিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি, প্রত্যয় নিয়ে কাজ করব।’

এএফপি জানায়, শনিবার হাউছিরা ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানলে ১৬ জন আহত হয় এবং ভোর হওয়ার পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। হাউছিরা দাবি করেছে, এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। এই সপ্তাহে তেল আবিবের ওপর শনিবারের হামলাটি ছিল ইসরাইলের ওপর হাউছিদের এই ধরনের দ্বিতীয় হামলা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের মারাত্মক হামলার পর যুদ্ধ শুরু হয়। ইরানসমর্থিত হাউছিরা বলেছে, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

হাউছিরা তেল আবিবে আঘাত হানার কয়েক ঘণ্টা পর শনিবার ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার লক্ষ্যবস্তুর উপর মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হামলার লক্ষ্যবস্তুর একটি ছিল হাউছি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং আরেকটি ছিল কমান্ড-এন্ড-কন্ট্রোল স্থাপনা। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী লোহিত সাগরের ওপর দিয়ে একাধিক হাউছি ড্রোন এবং একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত সানায় মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাত হানার পর পরই নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্যটি আসে।

সূত্র : এএফটি/বাসস


আরো সংবাদ



premium cement