২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিরিয়ার পাশে থাকবে তুরস্ক : পররাষ্ট্রমন্ত্রী ফিদান

হাকান ফিদান ও আহমেদ আল-শারা - সংগৃহীত

তুরস্ক সিরিয়ার পাশে থাকবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রোববার দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আসাদ পতনের পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক উত্তরণে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনার জন্য ফিদানের দামেস্কে যাওয়ার কথা বলার দু’দিন পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দামেস্কে অনুষ্ঠিত এ বৈঠকে সিরিয়ার একতা ও স্থিতিশীলতা ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সিরিয়ার বিপ্লবী নেতা আহমেদ আল-শারা। একইসাথে দেশটির ওপর থেকে সব রকমের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

আল-শারার সাথে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ফিদান বলেন, ‘তুরস্ক সিরিয়ার পাশে থাকবে। আশা করি, সিরিয়ার অন্ধকারতম দিনগুলোর অবসান হয়েছে। সামনে আমাদের জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে।’

দামেস্কের নিষেধাজ্ঞার বিষয়ে ‘যত তারাতারি সম্ভব’ তা উঠিয়ে নেয়ার কথা বলেন ফিদান। ‘সিরিয়াকে উঠে দাঁড়ানোর জন্য এবং দেশ ছেড়ে যাওয়া মানুষদের ফিরে আসার জন্য’ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার কথাও বলেন তিনি।

আল-শারাও আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। আসাদ পতন অভিযানে নেতৃত্ব প্রদান ও দু’সপ্তাহ আগে ক্ষমতা নেয়ার পর এটি তার প্রথম সংবাদ সম্মেলন।

এছাড়াও বৈঠকটিতে সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষার জন্য নতুন সংবিধানের একটি খসড়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়েছে। সিরীয় শরণার্থী, ইসরাইলের সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement