২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে আহত ১৬

ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে আহত ১৬ - সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি এলাকায় আঘাত হানলে জানালার ভেঙে পড়া কাচের আঘাতে ১৬ জন আহত হয়েছে।

শনিবার ইসরাইলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনী আরো জানায়, ভোর ৪টার ঠিক আগে এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে বিমান হামলার সতর্কতা সূচক সাইরেন বেজে উঠে। ওই সময় বাসিন্দারা দৌড়ে আশ্রয়স্থলে যেতে শুরু করলে আরো ১৪ জন আঘাত পায়।

পরে ইয়েমেনের হাউছিরা তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে জানায়, তারা একটি সামরিক লক্ষ্যবস্তুর উদ্দেশে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

তবে বিবৃতিতে লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি।

দু’দিনেরও কম সময় আগে ইসরাইলের উপর্যুপরি বিমান হামলায় ইয়েমেনের হাউছিদের দখলে থাকা রাজধানী সানা ও বন্দর নগরী হোদিইদায় অন্তত নয়জন নিহত হন। এর আগে হাউছিদের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ইসরাইলি স্কুল-ভবনে আঘাত হানলে সেই হামলার প্রতিক্রিয়ায় ওই দু’শহরে বিমান হামলা চালায় ইসরাইল। হাউছিরা একইসাথে বৃহস্পতিবার ইসরাইলের মধ্যাঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি জানায়। ওই লক্ষ্যবস্তুর নামও উল্লেখ করেনি হাউছিরা।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ইরান-সমর্থিত হাউছিরা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালীন দু’শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হাউছিরা একইসাথে লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌপরিবহনে বাধা দিতে হামলা অব্যাহত রেখেছে।

হাউছিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা বন্ধ করবে না।

বৃহস্পতিবারের ইসরাইলি হামলায় লোহিত সাগরে হাউছি-নিয়ন্ত্রিত বন্দরগুলোর ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। এর কারণে ‘অচিরেই ওই বন্দরগুলোর সক্ষমতা উল্লেখযোগ্য আকারে কমবে’ বলে উল্লেখ করেন জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, উভয়পক্ষের হামলায় এই অঞ্চলের সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও জাতিসঙ্ঘের মধ্যস্থতা করার উদ্যোগে এটি বাধার সৃষ্টি করছে।
সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস

সকল