তেল আবিবে হাউসিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
ইসরাইলে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। এ হামলার পর এক হাউসি কর্মকর্তা বলেছেন, আমাদের হামলাই প্রমাণ করে ইসরাইল ‘আর নিরাপদ নয়’।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শুক্রবার রাতে তেল আবিবে আঘাত করে। এতে ১৬ জন আহত হয়।
ইসরাইলের উপকূলীয় শহরের দক্ষিণে ‘অধিকৃত জাফা এলাকায়’ ‘ফিলিস্তিন-২’ নামের ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির’ আঘাত হানার তথ্য ইয়েমেনের হাউসিরা নিশ্চিত করেছে।
হাউসির মুখপাত্র ইয়াহিয়া শারি টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে। ইসরাইলের প্রতিরক্ষা ও ইন্টারসেপশন ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে।’
শারি বলেন, এ আক্রমণ ‘গাজার মানুষদের গণহত্যা’ ও আমাদের দেশে ইসরাইলি আগ্রাসনের জবাব।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা