ইসরাইলে সফল ক্ষেপণাস্ত্র হামলার পর যা বললেন হাউসি কর্মকর্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
ইসরাইলে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা। এ হামলার পর এক হাউসি কর্মকর্তা বলেছেন, আমাদের হামলাই প্রমাণ করে ইসরাইল ‘আর নিরাপদ নয়’।
শনিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হাউসি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল-আসাদ বলেছেন, তেল আবিব এলাকায় সফল ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলি সেনাবাহিনীর বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রদর্শন করে।
আরবি ও হিব্রু উভয় ভাষায় একাধিক পোস্টে ওই নেতা ইসরাইলি সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করে বলেছেন, ‘সমস্ত ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার অর্থ হলো ইহুদি শত্রুর প্রাণ আর নিরাপদ নয়’।
আল-আসাদ আরো বলেন, ইসরাইলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো যেগুলি আক্রমণ থামানোর কথা ছিল তা ব্যর্থ হয়েছে এবং এগুলো আরো বেশি ক্ষতি করেছে।
তিনি বলেন, ‘এর অর্থ হলো ইসরাইলের বিলিয়ন ডলারের ইন্টারসেপ্ট সিস্টেমের আর কোনো কার্যকারিতা নেই।’
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা