১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো

- ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতির বিষয়ে দোহায় অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডেইলি জং হামাসের সূত্রে জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে যুদ্ধবিরতি হবে ৪২ দিনের।

এছাড়াও বন্দি মুক্তির প্রথম ধাপে গাজায় ইসরাইলি নারী ও বয়স্ক বন্দিদের মুক্ত করা হবে। বিনিময়ে ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করতে হবে।

প্রকাশিত ওই খবরে বলা হয়, ইসরাইলি সৈন্যরা প্রথমে গাজার পূর্ব সীমান্তের দিকে পিছু হটবে। এরপরে পর্যায়ক্রমে তারা পরিপূর্ণভাবে গাজা ছেড়ে চলে যাবে। বিনিময়ে গাজায় বন্দি ইসরাইলি সেনাদেরকে ছেড়ে দেয়া হবে।

ইসরাইলের সেনাপ্রধান জানিয়েছেন, গাজায় বন্দি ১০০ ইসরাইলি সৈন্যকে ‍মুক্ত করার বিষয়ে হামাসকে চাপ দেয়া হচ্ছে।

সূত্র : ডেইলি জং


আরো সংবাদ



premium cement