ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলা, নিহত ৯
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
ইয়েমেনে ইসরাইলের সিরিজ হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি নিয়ন্ত্রিত গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা ও স্থানীয় একটি বন্দর নগরীতে তীব্র সিরিজ হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এবং উপকূলীয় একটি শহরে হাউছিদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এর আগে হাউছিরা ইসরাইলের রাজধানী লক্ষ্য করে একটি হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা-হামলাটি চালানো হয়।
তারা আরো জানিয়েছে, হামলা করা স্থাপনাগুলো থেকে হাউছি বাহিনী তাদের সামরিক অভিযান পরিচালনা করে থাকে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা