১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

- ছবি : পার্সটুডে

ইসরাইলের রাজধানী তেল আবিবের মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে লুকিয়েছিল। গতরাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিব মেট্রোপলিটনের গুশ ড্যান এলাকায় আঘাত হানে। ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত।

খবরে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায়।

ইসরাইলি গণমাধ্যম বলছে, ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে, জেরুজালেম পোস্ট জানিয়েছে, পবিত্র আল-কুদস শহরেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয়। এছাড়া এইলাত বন্দরনগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারেই তিনি কথা বলবেন।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement
ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু, জরুরি অবস্থা জারি ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১০০ সৈন্য নিহত : দক্ষিণ কোরিয়ার কাঁঠালিয়ায় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু বেরোবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পর্কিত মতবিনিময় সভা কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ ধুনটে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ নদী থেকে উদ্ধার ‘গোষ্ঠী বিশেষ পরিকল্পিতভাবে বস্তিবাসীর ওপর অত্যাচার চালাচ্ছে’ আ’লীগকে নির্বাচনে আসতে বাধা সৃষ্টির কিছু দেখছি না : বদিউল আলম গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ বন্ধের দাবি নির্বাচন কমিশনে দুদকের অভিযান

সকল