১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে’

- ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন দখল করা অঞ্চলসহ গোলান মালভূমির বাফারজোন এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করবে।

গতকাল (মঙ্গলবার) গোলান মালভূমির হরমোন পর্বতের চূড়া পরিদর্শনের সময় একথা বলেন তিনি। তুর্কি সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দামেস্ক অভিযান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী সেনারা এই অঞ্চল দখল করে নেয়। অধিকৃত এলাকা সিরিয়ার কৌশলগত গোলান মালভূমির সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে।

নেতানিয়াহু যখন হারমন পার্বত্যাঞ্চল সফর করেন, তখন তার সাথে ছিলেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাৎজ, চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি, ইসরাইলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেতের প্রধান রোনেন বাট এবং নর্দান কমান্ডের প্রধান মেজর জেনারেল উরি গোরদিন।

নেতা নিয়োহু বলেন, ৫৩ বছর আগে তিনি একজন সেনা হিসেবে হারমোন পর্বতের এই চূড়ায় এসেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাবলীতে এই পার্বত্যাঞ্চলের দখল ইসরাইলের নিরাপত্তাকে বাড়িয়েছে। সম্ভবত এই প্রথম সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পা রাখলেন।

হরমোন পর্বত পরিদর্শনের সময় যুদ্ধমন্ত্রী ইসোয়েল কাৎজ বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইসরাইলের সেনারা এই পর্বতে অবস্থান করবে। তিনিও নেতানিয়াহুর কথার প্রতিধ্বনি করে বলেন, এই পার্বত্যাঞ্চল দখল করার মধ্য দিয়ে ইসরাইলের নিরাপত্তা অনেক বেড়েছে।

তিনি বলেন, কাছের এবং দূরের হুমকিগুলো চিহ্নিত করার জন্য মাউন্ট হারমোনের এই চূড়া ইসরাইলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ডানদিকে হিজবুল্লাহর অবস্থান পর্যবক্ষণ করা যাবে এবং বামে দামেস্কের ওপর নজরদারি করা যাবে।

গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান। ওইদিন ইসরাইল ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গোলান মালভূমির বাফারজোন দখল করে নেয়; একই সাথে দখল করে হারমোন পার্বত্যাঞ্চল।

১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর জাতিসঙ্ঘ গোলান মালভূমিতে এই বাফারজোন এলাকা প্রতিষ্ঠা করে। সেখানে সেই সময় থেকে জাতিসঙ্ঘের ১১০০ সেনা অবস্থান করে এবং টহল দেয়।

এদিকে, জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বলেছেন, ‘১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরাইলের সম্মান দেখানো উচিত। দখলদারিত্ব দখলদারিত্বই, তা এক সপ্তাহ, একমাস অথবা এক বছর যতদিনের জন্যই হোক।’

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement