ইসরাইলি বন্দীদের মুক্তি না দিলে দেখে নেয়ার হুমকি ট্রাম্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬
মসনদ বুঝে পাওয়ার আগেই হামাস-ইসরাইলের যুদ্ধ বিরতির চুক্তি না হলে এবং ইসরাইলি বন্দীদের মুক্ত না করলে হামাসকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জিয়ো নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেছেন, যা হচ্ছে এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আমার খুব ভালোভাবে কথা হয়েছে। ইউক্রেনের যুদ্ধও এখন শেষ হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি হামাসকে বলেছি ২০ জানুয়ারি আমি ক্ষমতা বুঝে নেয়ার আগেই ইসরাইলি বন্দীদের ছেড়ে না দিলে তাদেরকে দেখে নেয়া হবে।
ট্রাম্প বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য আমি রাশিয়ার প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীর সাথে কথা বলব। এই যুদ্ধও এখন শেষ হওয়া উচিত।
সূত্র : জিয়ো নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা