১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে অস্ট্রেলিয়ায় উত্তেজনা

গ্রাবটিতে সিডনির শহরতলীর একটি দেয়ালে ইসরায়েল বিরোধী গ্রাফিটির সামনে একটি পুড়ে যাওয়া গাড়ি - ছবি : ভয়েস অব আমেরিকা

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ইহুদিবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী অপরাধ বৃদ্ধির সম্মুখীন হচ্ছে।

অস্ট্রেলিয়ার পুলিশ জানায়, রোববার সিডনির শহরতলী সেফটনে একটি সেতুর নিচে ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর গ্রাফিটি পাওয়া গেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, ‘এই বর্ণবাদ এবং ইসলামোফোবিয়া বহুসংস্কৃতিবাদের জন্য ক্ষতিকর।’ সেফটন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা।

সরকারি তথ্য অনুযায়ী, এর এক-তৃতীয়াংশ অধিবাসী ইসলাম ধর্মের অনুসারী।

ফেডারেল শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার সোমবার সাংবাদিকদের বলেন, ‘সব ধরনের বর্ণবাদকে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের উচিত হবে দেশজুড়ে সংঘটিত সব ধরনের বর্ণবাদের নিন্দা জানানো।’

ইহুদি গোষ্ঠীগুলোও ইসলামবিরোধী দেয়ালচিত্রের নিন্দা জানিয়ে বলেছে, এই ‘ঘৃণ্য’ ঘটনাটি পুরো সম্প্রদায়ের জন্য পীড়াদায়ক হবে।

তবে মুসলিম নেতারা বলেন, মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষমূলক অপরাধকে অস্ট্রেলিয়া রাজনীতিবিদরা গুরুত্বের সাথে নেননি।

সোমবার লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গামাল খেইর অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, কর্তৃপক্ষের আরো কিছু করা উচিত।

খেইর বলেন, ‘অন্তর্নিহিত বর্ণবাদী উপাদান বিদ্যমান রয়েছে, তা ইহুদীবিদ্বেষী, ইসলামবিদ্বেষী বা অন্য যে ধরনের বর্ণবাদই হোক না কেন, যা মোকাবিলা করা হচ্ছে না। আমরা সরকারকে এটিকে রাজনৈতিক ফুটবলে পরিণত করা বন্ধ করার আহ্বান জানাচ্ছি যেখানে রাজনীতিবিদরা রাজনৈতিকভাবে পয়েন্ট-স্কোর করার চেষ্টা করছেন।’

অস্ট্রেলিয়ার পুলিশ আরেকটি ইহুদিবিদ্বেষী হামলার তদন্ত করছেন। চলতি মাসের শুরুর দিকে সিডনিতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় এবং ইসরাইলবিরোধী দেয়ালচিত্র অঙ্কন করে সম্পদ ভাঙচুর করা হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সম্প্রতি মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের পর ইহুদিবিদ্বেষী অপরাধ মোকাবিলায় নতুন একটি টাস্কফোর্স গঠন করেছেন।

পুলিশ আগ্নেয়াস্ত্র হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে হাইকোর্টের রায় ঘোষণা শুরু গণহত্যার অভিযোগ : আজ ১৬ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন স্থগিত থাকবে বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন চলতি সপ্তাহের শেষ দিকে মিয়ানমার-থাইল্যান্ড নিরাপত্তা বৈঠক গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল 'খুবই অস্বাস্থ্যকর' ঢাকার বাতাস মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে অস্ট্রেলিয়ায় উত্তেজনা ইউক্রেনে উত্তর কোরিয়ার সামরিক সম্পৃক্ততা সংঘাতের ‘বিপজ্জনক সম্প্রসারণ’ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে চূড়ান্ত রায় আজ

সকল