‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ডিসেম্বর ২০২৪, ২০:৩১
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসিরাত শিবিরসহ গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের বসতি ও তাঁবুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বর্বরোচিত বোমা হামলা অব্যাহত থাকায় তার নিন্দা জানিয়েছেন। হামলায় নিষ্পাপ শিশুসহ কয়েক ডজন নিরীহ ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।
গাজার বারিকেহ আরবান ডিফেন্স ইনস্টিটিউশনের মুখপাত্র মাহমুদ বাসাল রোববার রাতে ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের অন্তত চারটি স্কুল এবং আশ্রয়কেন্দ্র দখলদার সেনাবাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় ৫০ জনের বেশি নিরিহ ব্যক্তি শহীদ হয়েছেন।
পার্সটুডে-এর মতে, ইহুদিবাদীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের কারণে ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরতবতার বর্ণনা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে এসব জঘন্য অপরাধের জন্য দখলদার শাসক গোষ্ঠীর নেতাদের বিচার ও শাস্তির দাবি জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের ফৌজদারি বিচার এবং ইসরাইলের সিনিয়র কর্মকর্তাদের গ্রেফতারের জন্য জারি করা আদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গাজায় গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা সকল সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজায় গণহত্যা বন্ধ করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা আদেশ অমান্য করার জন্য ইসরাইলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যাকারী সরকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু পশ্চিমা দেশের পূর্ণ সমর্থনে ফিলিস্তিনের অরক্ষিত ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক গণহত্যা শুরু করেছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা