১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলের হামলায় গাজায় নিহত ৪০

ইসরাইলের হামলায় গাজায় নিহত ৪০ - ছবি : বাসস

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, রোববার ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ইসরাইলের হামলায় বেশ কয়েকজন শিশু, আল জাজিরার একজন টিভি ক্যামেরাম্যান ও তিন উদ্ধারকর্মীসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার বরাত দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় নুসিরাত শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো ‘ইসরাইলি বোমা হামলায়’ চ্যানেলটির ক্যামেরাম্যান আহমেদ আল-লুহ নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল নিশ্চিত করেছেন যে নুসিরাত ক্যাম্পে ‘সিভিল ডিফেন্স সাইটকে লক্ষ্য করে’ চালানো এ হামলায় লুহ নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় উদ্ধারকারী সংস্থার তিন সদস্য নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে লুহকে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে যে তিনি ইসলামিক জিহাদের সদস্য ছিলেন এবং গাজায় হামাসের পক্ষে লড়াই করা হামাস গোষ্ঠী’র ‘আগে প্লাটুন কমান্ডার হিসেবে কাজ করেছেন’।

ইসরাইলি সামরিক বাহিনী আরো দাবি করে, হামাস ও ইসলামিক জিহাদ বেসামরিক প্রতিরক্ষা সাইটটিকে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহার করছে।

ইসরাইলের সামরিক বাহিনী আল জাজিরার সাংবাদিকদের হামাস বা তার সহযোগী ইসলামিক জিহাদের সাথে যোগসূত্রের অভিযোগ করে আসছে।

তবে আল জাজিরা দৃঢ়ভাবে এ অভিযোগ নাকচ করে জানিয়েছে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজায় তার কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরাইল আলজাজিরা নেটওয়ার্ক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাস করেছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লুহকে নিয়ে আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হলেন। ওই অঞ্চলে নিউজ নেটওয়ার্কটির অফিসে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

রোববার বাসাল এএফপিকে বলেন, দক্ষিণ গাজার প্রধান শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।

খান ইউনিসে ‘একটি ক্ষেপণাস্ত্র বিদ্যালয়ের তৃতীয় তলায় আঘাত হানে।’ এতে ৩৫ জন আহত হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এএফপির প্রতিবেদনটি খতিয়ে দেখছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্রের মতে, গাজা শহরের পূর্বে শুজাইয়ার একটি বাড়িতে আরেকটি হামলায় ছয়জন নিহত হয়েছেন।

বাসাল এর আগে এএফপিকে জানিয়েছিলেন, রাতভর উদ্ধারকারীরা তিন শিশুসহ ১৮ জনের লাশ উদ্ধার করেছে।

তিনি কেন্দ্রীয় গাজা শহরের একটি বাড়িতে হামলায় আরো নিহত হওয়ার কথাও জানিয়েছেন।

রোববার সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা উত্তর বেইত হানুন ও বেইট লাহিয়া এলাকায় হামলা চালিয়েছে।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান, তোলপাড় ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রিয়াঙ্কা, যা বলল বিজেপি ‘ইসরাইলি শাসকদের গ্রেফতার করা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব’ মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির শ্রদ্ধা উইলিয়ামসনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড কোরবানীর ঈদকে সামনে রেখে ট্যানারির সমস্যা সমাধানের চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা ভাঙ্গায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু বাংলাদেশ নারী দলের গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৫ হাজার সন্ধ্যা ৬টা থেকে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ বিজয় দিবসের শোভাযাত্রায় যুবলীগের হামলা, আহত ৬

সকল